
বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়টি ১৮৯৮ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। উপসী নিবাসী স্থানীয় স্বনামধন্য জমিদার বাবু তারা প্রসন্ন ভট্টাচার্যি চৌধুরী বিদ্যালয়টি স্থাপন করেন। এই স্কুল স্থাপন করতে তাকে অনেক বেগ পেতে হয়েছে। অবিভক্ত বাংলার ক্ষমতাসীন ব্রিটিশ সরকারের তখনকার আইন ছিল নতুন কোন স্কুল প্রতিষ্ঠা করতে হলে অপর যে কোন স্কুল হতে কমপক্ষে চার মাইল দূরবর্তী হতে হবে। উপসী হতে বিঝারীর দূরত্ব তিন মাইলেরও কম। বিঝারীতে পূর্ব হকেই বিঝারী উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে একটি স্কুল